Home মোবাইল রিভিউ বাজারে আসছে নকিয়ার পাঁচটি ফোন।

বাজারে আসছে নকিয়ার পাঁচটি ফোন।

3 weeks ago

1193 Views

TrickLoad.Com

পোষ্টা পড়ে থাকলে পিল্জ আমাদের এডটাতে কিল্ক করবেন।

এইচএমডি গ্লোবাল নতুন পাঁচটি ফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে মোবাইল কংগ্রেসে। নতুন মোবাইল ফোনগুলোর মধ্যে তিনটি স্মার্টফোন, যথাক্রমে নকিয়া ৮ সিরোকো, নকিয়া ৭ প্লাস ও নকিয়া ৬ হচ্ছে নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ওয়ান ফ্যামিলি সিরিজের ফোন।
নকিয়া ৮ সিরোকো
নকিয়ার নতুন ফ্ল্যাগশিপ নকিয়া ৮ সিরোকো। ফোনটিতে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চি পিওলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৫৬০ x ১৪৪০পিক্সেল। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল রেজুলেশনের ডুয়াল ক্যামেরা। সামনে দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে যুক্ত হয়েছে তারহীন চার্জিং সুবিধা। এর মূল্য ধরা হয়েছে ৯২০ ডলার।
নকিয়া ৭ প্লাস
নকিয়া ৭ প্লাস বাজারে আসছে মিডরেঞ্জের ফোন হিসেবে। এতে আছে ডুয়াল ক্যামেরা, ১৮:৯ অনুপাতের ৬ ইঞ্চি ডিসপ্লে আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ২১৬০ x ১০৮০ পিক্সেল। ডিসপ্লে তৈরিতে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্রযুক্তি। মূল্য ধরা হয়েছে ৪৯০ ডলার।
নকিয়া ৬
নকিয়া ৬ এর নতুন সংস্করণও উন্মোচন করা হয়েছে মোবাইল কংগ্রেসে। নতুন মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর, ৩ অথবা ৪ গিগাবাইট র‌্যাম, ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ। ফোনটিতে দেয়া হয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর ও ১৬ মেগাপিক্সেল জাইস লেন্সযুক্ত ক্যামেরা। এটির মূল্য ৩৪৩ ডলার।
নকিয়া ১
তুলনামূলক কম মূল্যের ফোন হিসেবে বাজারে আনা হচ্ছে নকিয়া ১। অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট স্টোরেজ। ৪ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন ৮৪৫ x ৪৮০ পিক্সেল। পেছনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এর মূল্য ধরা হয়েছে ৮৫ ডলার।
নকিয়া ৮১১০
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেটগুলো ছাড়াও নকিয়া আবার বাজারে নিয়ে এসেছে নকিয়া ৮১১০ ফিচার ফোন। এতে আছে ২ দশমিক ৪ ইঞ্চি কালার ডিসপ্লে। পেছনে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইফাই হটস্পট সুবিধা ও ফোরজি নেটওয়ার্কও মিলবে এতে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০৫ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম। আর ফোনটিতে চলবে স্মার্টফিচার ওএস। মূল্য ধরা হয়েছে ৯৭ ডলার।
ফোনগুলো কবে নাগাদ দেশে আসবে বা বাংলাদেশি টাকায় সেগুলোর মূল্য কতো হবে তা এখনো জানা যায়নি।

Report

About Author (489)

Administrator

Leave Your Reply
Related Tunes


Site Loading Time : /
About Us | Advertise | Contact Us | Privacy Policy
© 2013-18 | TrickLoad.Com | Sojib Khan