Home স্বাস্থ্যকথা খালি পায়ে হাঁটলে যেসব হয়?তা নিয়ে আজকের পোষ্ট।

খালি পায়ে হাঁটলে যেসব হয়?তা নিয়ে আজকের পোষ্ট।

2 weeks ago

1126 Views

TrickLoad.Com

পোষ্টা পড়ে থাকলে পিল্জ আমাদের এডটাতে কিল্ক করবেন।

একাধিক গবেষণায় দেখা যায়, আমাদের শরীরের ভাল থাকার সঙ্গে খালি পায়ে হাঁটার সরাসরি যোগ রয়েছে। এছাড়াও শরীরে প্রতিটি কণা থেকে শুরু করে মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত সুস্থ রাখতে খালি পায়ে হাঁটার কোনও বিকল্প নেই। আর আমাদের এই কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ সময়ই শরীরের খেয়াল রাখা হয়ে উঠে না। তাই আপনি চাইলে এমন সহজ পদ্ধতির মাধ্যমেই নিজেকে সুস্থ রাখতে পারেন। না হয় বাড়বে একাধিক রোগের প্রকোপ অন্যদিকে কমবে আয়ু।

তাহলে জেনে নিন খালি পায়ে হাঁটার কিছু উপকারিতা-
১। সারা শরীরে রক্তচলাচল স্বাভাবিক হতে শুরু করবে:
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খালি পায়ে হাঁটের সময় সারা শরীরে রক্তচলাচল ঠিক মতো হতে শুরু করে দেয়। এর ফলে বেশি বেশি করে অক্সিজেন সমৃদ্ধি রক্ত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে পৌঁছে গিয়ে তাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। এর ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ জটিল রোগের প্রকোপ হ্রাস পায়।

একাধিক গবেষণায় দেখা যায়, আমাদের শরীরের ভাল থাকার সঙ্গে খালি পায়ে হাঁটার সরাসরি যোগ রয়েছে। এছাড়াও শরীরে প্রতিটি কণা থেকে শুরু করে মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত সুস্থ রাখতে খালি পায়ে হাঁটার কোনও বিকল্প নেই। আর আমাদের এই কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ সময়ই শরীরের খেয়াল রাখা হয়ে উঠে না। তাই আপনি চাইলে এমন সহজ পদ্ধতির মাধ্যমেই নিজেকে সুস্থ রাখতে পারেন। না হয় বাড়বে একাধিক রোগের প্রকোপ অন্যদিকে কমবে আয়ু।

তাহলে জেনে নিন খালি পায়ে হাঁটার কিছু উপকারিতা-
১। সারা শরীরে রক্তচলাচল স্বাভাবিক হতে শুরু করবে:
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খালি পায়ে হাঁটের সময় সারা শরীরে রক্তচলাচল ঠিক মতো হতে শুরু করে দেয়। এর ফলে বেশি বেশি করে অক্সিজেন সমৃদ্ধি রক্ত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে পৌঁছে গিয়ে তাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। এর ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ জটিল রোগের প্রকোপ হ্রাস পায়।

২। দেহের গঠনের উন্নতি ঘটবে:
গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ মানুষই তাদের পায়ের গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে জুতো পরেন না। এর ফলে দেখা যায় ধীরে ধীরে পায়ের তলার গঠন খারাপ হতে। আর এই পায়ের তলার গঠন খারাপ হওয়ার কারণে তা সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলে। আর এর জন্য দেখা দিতে পারে ব্যাক পেন, ঘারে যন্ত্রণা এবং গোড়ালিতে ব্যথা হওয়ার মতো সমস্যা। তাই বলে কি জুতা পরাই ছেড়ে দিবেন? আসলে ব্যাপারটা এমন নয়। নিজেকে সুস্থ রাখতে ও দুর্বল হয়ে যাওয়া পা যুগলকে পুনরায় চাঙ্গা করে তুলতে খালি পায়ে হাঁটার অভ্যাস করতে হবে। আর খালি পায়ে হাঁটার ফলে পায়ের শক্তি বাড়তে থাকবে এবং ভুল জুতো পরলেও শরীরের উপরে আর কু-প্রভাব পরবে না।

৩। পেশী এবং হাড়ের গঠন আরও ভাল হয়:
ভেনাস রিটার্ন বেড়ে যায় খালি পায়ে হাঁটার সময়। অর্থাৎ হার্টে বেশি বেশি করে রক্ত পৌঁছে যেতে শুরু করে। আর এর ফলে আরও শক্তোপক্তো হয়ে ওঠে পেশী এবং হাড় এবং বৃদ্ধি পায় হার্টের কর্মক্ষমতা।

৪। অনিদ্রার সমস্যা দূর করে:
আপনার কী অনিদ্রার সমস্যা রয়েছে? তাহলে খালি পায়ে হাঁটা শুরু করুন আজ থেকেই। নিয়মিত খালি পায়ে হাটলে দেখবেন আপনার অনিদ্রার সমস্যা দূর হয়ে গেছে। এর কারন হলো আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় খালি পায়ে হাঁটার সময়, সেই সাথে রিলিজ হয় স্ট্রেস। এছাড়াও ঘুম আসতে আর কোনও অসুবিধাই হয় না, মস্তিষ্কে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ার কারণে।

৫। হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়:
ব্লাড ক্লট এবং আর্টারিতে ময়লা জমার আশঙ্কা কমে যায়, যখন শরীরে রক্তচলাচল যখন স্বাভাবিকভাবে হতে থাকে। আর এর ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ হার্টের রোগ হওয়ার সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে। এছাড়াও খালি পায়ে হাঁটার ফলে ব্লাড সেলগুলি মারাত্মক অ্যাকটিভ হয়ে যায়। ফলে রক্ত ঘন হয়ে যাওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

৬। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে:
খালি পায়ে হাঁটার সময় আমাদের পায়ের তলায় থাকা একাধিক সেন্সারি নার্ভ অ্যাকটিভ হয়ে গিয়ে শরীরের ভিতরে পজেটিভ এনার্জি তৈরি করতে শুরু করে। আর এর ফলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে এবং নানাবিধ সংক্রমনের আশঙ্কা একেবারে শূন্যে এসে দাঁড়ায়।

৭। আমাদের অনুভূতিকে আরও জোরদার করে:
অনুভূতি কি শুধু মানুষেরই রয়েছে? না তা ঠিক নয়। পৃথিবীর অন্দরেও সেনসারি চ্যানেল রয়েছে, যার সঙ্গে আমাদের শরীরের সরাসরি যোগও আছে। কিন্তু মানুষ যখন থেকে জুতো পরা শুরু করেছে তখন মাটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
আর এর কারণে মানুষের শরীরে পরিবেশে উপস্থিত শক্তি প্রবেশ করতে পারে না। আর এর ফলে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। খালি পায়ে হাঁটার ফলে আমাদের পায়ের তলায় থাকা কিছু প্রেসার পয়েন্ট অ্যাকটিভ হয়ে যায়। আর এর ফলে মস্তিষ্ক এবং শরীর আরও বেশি করে অ্যাকটিভ হয়ে ওঠে এবং সিক্স সেন্সও বাড়তে শুরু করে।

৮। বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়:
মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে একটু খালি পায়ে হাঁটাহাঁটি অনেক উপকারি। তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে আজই খালি পায়ে হাঁটাহাঁটি শুরু করুন। নিয়মিত খালি পায়ে হাঁটার ফলে দেখবেন ধীরে ধীরে মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলো মাত্রাতিরিক্ত পরিমাণে অ্যাকটিভ হয়ে যাবে। ফলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং বুদ্ধির জোরও বাড়তে শুরু করবে। আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। তাই মাটির সংস্পর্শে থাকার ফলে আমাদের শরীরের অন্দরে নানাবিধ তরলের উপাদানের ভারসাম্য ঠিক থাকবে। সেই সাথে রোগভোগের আশঙ্কা কমবে এবং শরীর একেবারে চাঙ্গা হয়ে উঠবে।

Report

About Author (487)

Administrator

Leave Your Reply
Related Tunes


Site Loading Time : /
About Us | Advertise | Contact Us | Privacy Policy
© 2013-18 | TrickLoad.Com | Sojib Khan